হ্যাল বন্ধুরা, টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কি বিষয়ে টিউন করতে যাচ্ছি, আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দেব, যেগুলো আমার বাছাইকৃত।আমি আপনাদের পর্ব অনুযায়ী সাধারণ  জ্ঞান গুলো দেব। অবশ্যই আপনারা পড়বেন এবং ছোট ভাই-বোন পড়াতে উৎসাহিত করবেন।আজকে আমি দ্বিতীয় পর্ব প্রকাশ করতে যাচ্ছি...............
প্রথম পর্ব যারা পড়েন নি তারা এখান থেকে পড়ে নিবেন

দ্বিতীয় পর্ব
বাংলাদেশের বিষয়াবলীঃ
০১. সম্প্রতি দেশের বাইরের কোন শহর
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ,
২০২০ – ১৭ মার্চ, ২০২১ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিব
বর্ষ’ ঘোষণা করেছে?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
## শহরটির বর্তমান মেয়র মুরিয়েল বোসা গত ৩
মার্চ এই ঘোষণা দেন।
০২. ঐতিহাসিক ‘ভাসুবিহার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ শিবগঞ্জ, বগুড়া।
০৩. চীনা পর্যটক হিউয়েন সাং কখন ভাসুবিহার ভ্রমণে
আসেন?
উত্তরঃ ৬৩৯-৬৪৫ খ্রিস্টাব্দ (সম্রাট হর্ষবর্ধনের
আমলে)।
০৪. উপমহাদেশে প্রথম কবে প্রত্নতত্ত্ব বিভাগ
গঠিত হয়?
উত্তরঃ ১৮৭৫ সালে।
০৫. ‘জাদিমোরা পাহাড়’ কোথায় অবস্থিত?
উত্তরঃ টেকনাফ, কক্সবাজার।
## সম্প্রতি (১ মার্চ, ২০২০) এই পাহাড়ে র্যাবের
সাথে বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়।
০৬. ‘নাইন্দার হাওর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
০৭. বাংলাদেশের টেলিযোগাযোগ খাত
নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থার নাম কী?
উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory
Commission (BTRC).
০৮. আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশ থেকে
গড়ে প্রতি বছর কী পরিমাণ অর্থ পাচার হয়?
উত্তরঃ ৭৫৩ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।
০৯. আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচারের সূচকে
উন্নয়নশীল দেশসমূহের মধ্যে বাংলাদেশের
অবস্থান কত তম?
উত্তরঃ ৩৩তম।
১০. একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু শুদ্ধানন্দ মহাথ
কবে মারা যান?
উত্তরঃ ৩ মার্চ, ২০২০.
## সমাজসেবায় অবদানের জন্য একুশে পদক পান –
২০১২ সালে।
১১. দিনাজপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনিতে
কবে থেকে বাণিজ্যিকভিত্তিতে কয়লা উৎপাদন শুরু
হয়?
উত্তরঃ সেপ্টেম্বর, ২০০৫.
১২. দেশের ব্যাংক খাত নিয়ে প্রথমবারের মতো
কবে একটি কার্যকর কমিশন গঠন করা হয়েছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে।
## কমিশনের নাম – A National Commission on
Money, Banking and Credit.
১৩. বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য
চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ শ্যাম বেনেগাল, ভারত।
## এই চলচ্চিত্রের কিছু নির্বাচিত কলা-কুশলী –
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান >>> আরেফিন শুভ।
- শেখ হাসিনার ছোট বেলা >>> নুসরাত ফারিয়া।
- শেখ হাসিনার বড় বেলা >>> জান্নাতুল সুমাইয়া।
- বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব >>>
নুসরাত ইমরোজ তিশা।
- জেনারেল আইয়ুব খান >>> মিশা সওদাগর।
## শুটিং শুরু – ১৮ মার্চ, ২০২০. (সম্ভাব্য সময়)।
১৪. যুক্তরাষ্ট্রভিত্তিক কোমল পানীয় প্রস্তুতকারক
কোম্পানি কোকা-কোলা প্রথম কবে
বাংলাদেশের বাজারে আসে?
উত্তরঃ ১৯৬৫ সালে।
## সম্প্রতি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে আগামী পাঁচ
বছরে ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের
ঘোষণা দিয়েছে।
## প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান ও প্রধান
নির্বাহী – জেমস কোয়েনসি।
১৫. বাংলাদেশের শীর্ষ মুঠোফোন প্রতিষ্ঠান
গ্রামীণফোন কোন দেশ ভিত্তিক কোম্পানি?
উত্তরঃ নরওয়ে।
১৬. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘Trade and
Investment Cooperation Forum Agreement
(TICFA)’ এর পঞ্চম কাউন্সিল কবে কোথায়
অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৫ মার্চ, ২০২০; ঢাকা, বাংলাদেশ।
## ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে – ওয়াশিংটন ডিসি,
যুক্তরাষ্ট্র।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের
মানবিক সহায়তার জন্য জাতিসংঘের এবছরের ঘোষিত
তহবিলের পরিমাণ কত?
উত্তরঃ ৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৭ হাজার ৪৫৪
কোটি ৫০ লাখ টাকা)।
০২. জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘United
Nations High Commissioner for Refugees
(UNHCR)’ এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ ফিলিপো গ্র্যান্ডি (Filippo Grandi), ইতালি।
০৩. ‘গ্রিফসভেল্ড বিশ্ববিদ্যালয় হাসপাতাল’ কোথায়
অবস্থিত?
উত্তরঃ জার্মানি।
## সম্প্রতি জার্মানির এই বিশ্ববিদ্যালয় পোষক
দেহের বাইরে করোনাভাইরাসের আয়ুষ্কাল নির্ণয়
করেছেন।
০৪. আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচারে শীর্ষ
স্থানে কোন দেশ?
উত্তরঃ চীন।
০৫. বর্তমান বিশ্বে উন্নত দেশের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৫টি।
## উন্নয়নশীল দেশ – ১৩৫টি।
০৬. অস্ট্রেলিয়ার একমাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম
কী?
উত্তরঃ Australian Associated Press (AAP).
## প্রতিষ্ঠিত – ১৯৩৫ সালে।
## বন্ধ হবে – জুন, ২০২০.
০৭. বিশ্বে আলোচিত বিদ্রোহী গোষ্ঠী
তালেবানের প্রাণকেন্দ্র বলা হয় কোন
অঞ্চলকে?
উত্তরঃ কান্দাহার প্রদেশ, আফগানিস্তান।
০৮. বিশ্বব্যাপী বায়ুদূষণের ফলে বছরে কী
পরিমাণ মানুষের অকাল মৃত্যু হচ্ছে?
উত্তরঃ প্রায় ৮৮ লাখ।
০৯. বায়ুদূষণের ফলে বিশ্বব্যাপী গড় আয়ুষ্কাল কত
বছর কমেছে?
উত্তরঃ ২.৯ বছর।
১০. ‘Super Tuesday’ শব্দটি কোন দেশের
নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
১১. ঐতিহ্যবাহী ‘মার্টিসর উৎসব’ কোন দেশে
অনুষ্ঠিত হয়?
উত্তরঃ রোমানিয়া।
১২. নাকের সঙ্গে নাক লাগিয়ে স্বাগত জানানোর
রীতি চালু আছে কোন দেশে?
উত্তরঃ নিউজিল্যান্ড।
১৩. ‘ফোর্বস’ কোন দেশের বিখ্যাত সাময়িকী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
১৪. ‘Group of Seven’ বা G-7 এর বর্তমান সদস্য
দেশ কতটি?
উত্তরঃ সাতটি (জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি,
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র)।
## G-8 থেকে রাশিয়াকে বাদ দিয়ে G-7 নাম দেওয়া
হয়।
১৫. ‘বিশ্ব শ্রবণ দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৩ মার্চ।
## বিশ্ব শ্রবণ দিবস ২০২০ এর প্রতিপাদ্য –
“শ্রবণশক্তিই জীবন : বধিরতা যেন আপনার
সীমাবদ্ধতা না হয়”।
★ বিজ্ঞান ও প্রযুক্তি

০১. করোনাভাইরাস পোষক দেহের বাইরে
কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে এক
মিনিটেই মারা যায়?
উত্তরঃ হাইড্রোজেন পারঅক্সাইড, ইথানল এবং
সোডিয়াম হাইপোক্লোরাইট।
০২. EPOS এর পূর্ণ নাম কী?
উত্তরঃ Electronic Point of Sale.
০৩. অনলাইনে জমি-জমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে
কী বলে?
উত্তরঃ ই-পর্চা।
০৪. ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী
বলে?
উত্তরঃ ই-পুর্জি।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
৩ মার্চ, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে (৫৪তম দিন)
চীনে মৃত্যু – ২ হাজার ৯৪৩ জন (চীনের বাইরে
১৭৫ জন)।
চীনে আক্রান্ত – ৮০ হাজার ১৫১ জন (চীনের
বাইরে ১০ হাজার ২৯০ জন।)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ৭৫টি দেশ ও
অঞ্চলে।
#খেলাধুলা
০১. বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত
সর্বোচ্চ রান কে করেছেন?
উত্তরঃ তামিম ইকবাল (১৫৮ রান); প্রতিপক্ষ –
জিম্বাবুয়ে, ২০২০.
০২. ওয়ানডেতে সবচেয়ে বেশি বার ১৫০ রান
করেছেন কে?
উত্তরঃ রোহিত শর্মা, ভারত (৮টি)।
০৩. বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে
ওয়ানডেতে ৭০০০ হাজার রানের মাইলফলক
ছুঁয়েছেন কে?
উত্তরঃ তামিম ইকবাল।
## সারা বিশ্বে ৪২তম ব্যাটসম্যান হিসেবে।
০৪. বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত
হবে?
উত্তরঃ ১-১০ এপ্রিল, ২০২০.
## ৩১টি ডিসিপ্লিনে দেশের ২০টি ভেন্যুতে
খেলা অনুষ্ঠিত হবে।
০৫. ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট ‘ইউরো
চ্যাম্পিয়নশিপ ২০২০’ কবে শুরু হবে?
উত্তরঃ ১২ জুন, ২০২০.
## প্রথম ম্যাচ – ইতালি বনাম তুরস্ক।
## প্রথম ভেন্যু – রোম, ইতালি।
## ১২টি দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ।
#সেরা_উক্তি
“যেখানে লক্ষ্য নেই, সেখানে আশাও নেই”।
– জর্জ কারভার, আমেরিকান গবেষক ও আবিষ্কারক।


শেষ

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।

বি দ্রঃ এই পোষ্টটি লিজেন্ড দের জন্য নয়।মনে রাখবেন পৃথিবীতে সবাই লিজেন্ড হয় না।যারা জানেন না শুধু তাদের জন্য।আর হ্যা মানুষ মাত্রই ভূল। তাই পোষ্টে কোথাও ভূল - ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


 আপনারা আরো গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আইটি ব্লগার বিডি এর সাথেই থাকবেন।