জিনয়াস এর অসাধারণ একটি টেমপ্লেট ডাউনলোড করে নিন আইটি ব্লগার বিডির সৌজন্যে। (How To Download Awesome Template in my website)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হ্যাল বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পড় আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টাইটেল দেখেই হয়তবা এতক্ষনে বুঝেই গেছেন, আমি কি বিষয় নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। তো বন্ধুরা শুরু করা যাক। বেশি কথা না বলে আসল কাজে আসি।
আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি টেম্পলেট নিয়ে হাজির হয়েছি। বেসিক থেকে প্রফেশনাল মানের ওয়েব ডিভোলোপাররা এটা নিয়ে কাজ করতে পারবে। এটি সম্পুর্ন একটি নতুন টেমপ্লেট। এই টেম্পলেট দিয়ে আপনার যেকোনো ওয়েব তৈরি করতে পারবেন। কেননা টেমপ্লেট টি Html, Css, Java Script, J Query দিয়ে তৈরি করা হয়েছে। তাই এটি দেখতে খুব সুন্দর এবং খুব দ্রত লোড নিবে। টেম্পলেটটিতে Menu Bar তৈরি করা রয়েছে। আপনারা চাইলে এটি Customize করে আরো সুন্দর করে তুলতে পারবেন। এটির বিশেষ একটি সুবিধা হল এটি জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি। এর সার্চ বারে আপনি চাইলে সাইটের যেকোনো কন্টেন্ট সার্চের মাধ্যমে সামনে নিয়ে আসতে পারবেন।
তো চলুন এটির ডিমো দেখে আসি।
বিদ্রঃ সাময়িক অসুবিধার জন্য এটির লাইভ ডিমো দেখাতে পারছি না। তাই এর কিছু Screenshoots দেখে নিন।
তো এই হল বন্ধুরা টেমপ্লেটটির কিছু স্ক্রিনসটস। এখন টেমপ্লেটটি ডাউনলোড করে নিন।
টেমপ্লেটটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন.....................





Post a Comment
0 Comments