এল এ কেস মুলে অধিগ্রহণকৃত জমি ক্ষতিপূরণের টাকা তোলার দরখাস্ত লেখার নিয়ম জানুন পর্ব (০১)_How to withdraw money in my lost land
হায় বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি অনেক বিষয়ে এই ব্লগে লেখা লেখি করেছি কিন্তু আজকে ভিন্ন রকমের টপিক্স নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। তো চলুন মূল পর্বে যাই।
আপনারা হয়তবা জানেন যে, বাংলাদেশ সরকার কর্তৃক নির্দের্শে কিছু জায়গা অধিগ্রহণ করা হয়েছে। মুলত এই অধিগ্রহণের কারণ হচেছ রাস্তার কাজে এই জমি গুলো ব্যবহার করা বা বিভিন্ন ধরনের সরকারী ভবন নির্মার্ণে ব্যবহার করছে বাংলাদেশ সরকার। যাইহোক কি করবে করুক তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা কিভাবে এই জমির ক্ষতিপূরণের টাকা তোলব , তা নিয়ে আমাদের একটি দরখাস্ত লিখতে হবে। শুধু দরখাস্তই না টাকা তোলার জণ্য অঙ্গিকারনামও লিখতে হবে।
আজকে আমরা শুধু দরখাস্ত টা লিখা শিখব আর পরের পর্বে এর অঙ্গিকারনাম লিখা শিখব। তো চলুন আজ দরখাস্ত লিখা শিখি।
আমি একটি ভিন্ন নামে দরখাস্ত টা লিখব। আপনার শুধু লাল চিহ্নিত অংশ গুলো পরির্তন করবেন। তাতেই কাজ হয় যাবে। বা নিচে এর মুল ফাইল দিয়ে দেব। আপনারা চাইলে তা ইডিট করে পরিবর্তন করে নিতে পারবেন।
বরাবর,
জেলা প্রশাসক,
গাইবান্ধা।
বিষয়ঃ 09/2017-2018 নং এল. এ. কেস মুলে অধিগ্রহণকৃত দলা জমি ক্ষতিপূরণের টাকা উত্তোলনের আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, নিম্ন তফসিল বর্ণিত দলা জমি যা উপরোক্ত এল. এ কেস এর মাধ্যমে হুকুম দখল করা হয়েছে। উক্ত হুকুম দখলকৃত জমির মালিক হিসেবে আমি উক্ত ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য আমাকে নোটিশ প্রদান করা হয়েছে। সেহেতু আমি ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করছি।
বিধায় প্রার্থণা এই যে, আমার দাখিলকৃত যাবতীয় কাগজপত্র পযালোচনা করত: আমাকে তফসিল বর্ণিত জমির ক্ষতিপূরণের টাকা প্রদানের আদেশ দানে মহোদয়ের মর্জি হয়।
জমির তফসিলঃ নিবেদক-
উপজেলাঃ গাইবান্ধা সদর,
মৌজাঃ উত্তর গিদারী মোঃ রকিবুল ইসলাম (রতন)
জেএল নং- 25 পিতা: মোঃ শফিকুল ইসলাম
খতিয়ান নং- 172 গ্রামঃ উত্তর গিদারী মোহাম্মদপুর
দাগ নং- 426 ডাকঘরঃ গিদারী
জমি- দলা জমি 0.05 একর। থানা ও জেলাঃ গাইবান্ধা।
সংযুক্তঃ
১। জাতীয় পরিচয় পত্র।
২। অধিগ্রহণকৃত নোটিশ।
৩। অঙ্গিকারনামা।
৪। মাঠ পর্চা।
৫। ছবি ০১ কপি।
৬। দলিলে ফটোকপি।
আরো কাগজ পত্র থাকলে দিতে পারেন।
যদি ভিন্ন ক্যাটাগরি আপনাদের শিখতে ইচ্ছা হয়, তাহলে দেরি না করে আমাকে অবশ্যই ইমেইল করবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন সুস্থ থাকুন, আইটি ব্লগার বিডি এর সাথেই থাকুন।
ধন্যবাদ।



Post a Comment
0 Comments