হ্যাল বন্ধুরা কেমন আছেন। আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। অনেকদিন পর নতুন একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটা ব্যক্তিগত সমস্যার কারণে অনেকদিন ধরে অনলাইনে আসতে পারি নাই। যাই হোক বেশি কথা  না বলে মুল পর্বে চলে যাই। টাইটেল দেখেই হয়ত বুঝে গেছে কি বিষয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি আর সেই সাথে এর স্পেশিয়ালিষ্ট টাও বুঝে গেছেন। তো প্রথমে শুরু করি ব্লগিং এর সাইটম্যাপ নিয়ে...........

itbloggerbd



  1.  প্রশ্নঃ কিভাবে সাইটম্যাপ সেট করবেন আপনার ব্লগস্পট সাইটে?


সমাধানঃ প্রথমত আপনার  ব্লগস্পট সাইটটি লগিন করে নিতে হবে।

না বুঝলে এই লিঙ্ককে প্রবেশ করুন। 


  • তাপরপর মেনুবার থেকে পেজ এ ক্লিক করুন।
  • নতুন একটি পেজ নিন।

  • লক্ষ করুন একটি ফাকা পেজ ক্রিয়েট হয়েছে। টাইটেল বারে Sitemap কথাটি লিখুন এবং ডিস্ক্রিপশন এ নিচের দেয়া কোডগুলো ডাউনলোড করে, কপি করে পেষ্ট করে দিন। কোড এখান থেকে ডাউনলোড করে নিন

  • এবার লক্ষ করুন পেজের ডান পাশে সার্চ ডিস্ক্রিপশন দেওয়া আছে। সেখানে সাইটম্যাপ সম্পর্কে লিখুন। যাতে গুগল বুঝতে পারে এটিতে কি কি রয়েছে। ভাল ডিস্ক্রিপশন লিখলে গুগল তারতারি সাইটম্যাপ ইনডেক্স করে নিবে।  সব কাজ ঠিকঠাক করে পাবলিশ বাটনে ক্লিক করুন। আশা করি সাইটম্যাপ তৈরি হয়ে যাবে।




2. প্রশ্ন: কিভাবে সিইও ব্লগস্পট সাইটে করব?

  • প্রথমে আপনার ব্লগ স্পট সাইটে লগিন করে নিন।
  • তারপর মেনুবার থেকে বাম পার্শ্বে থিম এ ক্লিক  করুন।
  • থ্রি ডট  এ  ক্লিক করুন, তাপরপর ইডিট থিম এ ক্লিক করুন।
  • এবার </head> ট্যাগ সার্চ করুন। 
  • তারপর আমার দেওয়া মেটা কোডগুলো ডাউনলোড করে, কপি করে </head> এর উপরে পেষ্ট করে দিন।

কোড এখান থেকে ডাউনলোড করে নিন

  • বাস কাজ শেষ। আশা করি সার্চ ইঞ্জিন তারাতারি  ইনডেক্স করে নিবে  এবং সাইট রেঙ্ক করবে।



3. প্রশ্ন: কিভাবে ব্লগস্পট সাইটে লাইভ ক্রিকেট শো করাবো।

উত্তর: হ্যাল বন্ধুরা এবার আপনিও আপনার সাইটে  লাইভ ক্রিকেট শো করিয়ে হাজার হাজার ভিজিটর নিয়ে নিন।
  • প্রথমে আপনার ব্লগে লগিন করে নিন। 
  • তারপর লেআউট এ ক্লিক করুন।
  • এরপর যেখানে আপনি লাইভ ক্রিকেট শো করাতে চান সেখানে আমার দেওয়া  কোড গুলো কপি করে দিন। এই লিঙ্ক থেকে কোড ডাউনলোড করে নিন।
  • আশা করি সব ঠিকঠাক করলে কাজ হয়ে যাবে।
  • এবার আপনার সাইট ভিজিট করুন আর উপভোগ করুন লাইভ ক্রিকেট।



তো এই হলো আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এরকম আরো টিউটোরিয়াল পেতে চান অবশ্যই অবশ্যই আমার সাইটে নিয়মিত চোখ রাখুন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আইটি ব্লগার বিডির সাথেই থাকুন।



আমার ফেসবুক পেজ................Click here👈👈

আমার ইংরেজি ব্লগ .......................Click here👈👈


সবাইকে ধন্যবাদ👏👏👏