বিসমিল্লাহির রহমানির রহিম   
হায় বন্ধুরা কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে  সবাই ভালো আছেন। অনেক দিন পর হাজির হলাম আপনাদের মাঝে ছোট একটি টিউটোরিয়াল নিয়ে।আশা করি টিউটোরিয়ালটি ছোট হলেও বেশ কাজে।এতক্ষণে টাইটেল দেখেই হয়তো বা বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে বলতে চাচ্ছি। আপনারা যারা ভাবছেন যে কিভাবে এটি সম্ভব, তারা ভুল ভাবছেন। কেননা এই প্রযুক্তিতে সবই সম্ভব। যাই হোক এখন মূল টপিক্স এ চলে যাই। প্রথমে আপনারা ডিমো দেখতে পারেন নিচের পিকচার থেকে, 
 DEMO

এবার আপনাদের আমি দেখাব কিভাবে করবেন। প্রথমে আপনাকে আপনার কম্পিউটার এ ফটোশপ ইন্সটল করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় কিছু ফন্ট ইনস্টল করে নিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, কেননা নিচে ফণ্টের ডাউনলোড লিনক দিচ্ছি।


ফন্টগুলি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর নিচ থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেই।
জিপ ফাইল ডাউনলোড


বাস কাজ শেষ, এখন ইচ্ছামত সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ইনশাআল্লাহ সফলতা পাবেন।


  • বিঃদ্রঃ প্রিয় ভিজিটর আপনারা সার্টিফিকেট তৈরি করে এমন কোনো জায়গায় দিবেন না যে আইনবিরোধী কাজ হয়। এটা শুধু বন্ধু বান্ধবদের দেখিয়ে মজা নেয়া, আর কিছু না। কোনো আইন বিরোধী কাজ করলে এই সাইট (আইটি রতন) কোন ভাবেই দায়ী থাকবে না।

আরো নতুন নতুন টিউন্স পেতে আমাদের কমেন্টে জানান। ভালো থাকুন সুস্থ থাকুন আইটি রতন এর সাথেই থাকুন। ধন্যবাদ।




যেকোন সমস্যায় আমাকে ইমেইল করতে পারেন।


  1. E-mail Me
  2. E-mail Me-2
  3. E-mail Me -3