Blogger
ব্লগ সাইটের জন্য নিয়ে নিন বেলুনের ইফেক্ট, সাথে আছে DJ Music। ব্লগাররা না দেখলে পস্তাবেন।
বিসমিল্লাহির রহমানির রাহিম
কেমন আছেন বন্ধুরা আসা করি সবাই ভাল আছেন? আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকের পোস্টের বিষয় হচ্ছে, একটি উইজেট দিয়ে কিভাবে হ্যাপি নিউ ইয়ার, 21 শে ফেব্রুয়ারি এবং আরো অনেক বিশেষ দিনে কিভাবে আপনাদের ব্লগার সাজাবেন । যাই হোক অনেক কথাই বলে ফেললাম, আর বেশি কথা না বলে আসল কাজে আসি।
আমরা ইতিপূর্বে অনেক উইজেট ব্যবহার করেছি, কিন্তু এই উইজেট টি একটু ভিন্ন। সবাই ভিন্ন ভিন্ন উইজেট নিয়ে টিউন করলেও এবার আপনাদের সাথে আমি আকর্ষণীয় একটি উইজেট শেয়ার করব। আসলে প্রত্যেক ব্লগেই বিশেষ দিনে এই উইজেটটি থাকা একান্ত প্রয়োজন। কারণ এটি আপনার ব্লগের Subscriber বাড়িয়ে নিতে সাহায্য করবে। যে কোন ব্লগের সাবস্ক্রাইবার যখন বাড়তে থাকে তখন ভিজিটরও বাড়তে থাকে।এটি সম্পূর্ণ Css3,javascript এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। আপনি ইচ্ছে করলে এটাকে আপনার মনেরমত করে কাষ্টমাইজ করতে পারবেন। তাছাড়া কিছু অতিরিক্ত 3D Css3 ইফেক্ট দেয়া হয়েছে। আশাকরি আপনাদের কাছে উইজেটটি ভাল লাগবে। লাইভ দেখুন-
কিভাবে যুক্ত করবেনঃ
- প্রথমে আপনার ব্লগে লগইন করুন।
- ব্লগার ড্যাশবোর্ড হতে Layout এ ক্লিক করুন
- চিত্রের মত html/javascript এ ক্লিক করুন ।
- এরপর নিচের কোডগুলো javascript এর ঘরে পেষ্ট করে দিন।
বাস কাজ শেষ।। এবার নিজের ব্লগ ঘুরে আসুন, আর দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
Contact Me .......................
ধন্যবাদ






Post a Comment
4 Comments