বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যাল বন্ধুরা কেমন আছেন সবাই। নিশ্চিই আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। টাইটেল দেখেই হয়তো বা বুঝে গেছেন আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। 

টাইটেল দেখে আপনারা হয়তো বা অবাক হয়ে গেছেন যে কিভাবে এটা সম্ভব, কিন্তু এটা একেবারেই সম্ভভ। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই এ যুগে  এসব  একেবারেই সহজ কাজ। আপনাদের আর বেশি কথা বলব না। এখন মূল টপিক্স এ যাই।
আমার আগের পোষ্টঃ 
২।করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আমার আজকের পোষ্টঃ
১। কিভাবে এক ফোনের কানেক্টেড থাকা ওয়াই-ফাই নেটওয়ার্ক অন্য ফোনে শেয়ার করবেন।  

★প্রথমত আপনারা আপনাদের যে ফোন ওয়াইফাই কানেক্টেড আছে সেই ফোনটির setting এ যান দেখবেন hotpost shareing নামে একটি অপশন আছেন সেটি ক্লিক করুন।অথবা আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলের hotpots sharing  নামে একটা আইকন দেখতে পারবেন। ঠিক নিচের ছবির মত।



★সেখানে ক্লিক করুন।ক্লিক করার পর  নিচের ছবির মত Blutooth tethering  নামে একটা অপশন পাবেন এবং পাশে অন করার জন্য একটি অন বাটন পাবেন।



★ সেটি অন করে দিন।
বাস কাজ শেষ,  এবার যে ফোন নেট চালাতে চান, সেই ফোনের ব্লুটুথ অন করুন আর নেট শেয়ারিং মনের মত করে উপভোগ করুন।


আর হ্যাঁ যদি পোষ্টটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।


বিদ্রঃ যারা আমার ব্লগের মেম্বার হতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ইমেইল নাম্বার দিয়ে যান। আর যেকোনো সমস্যায়  আমাদের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন। ধন্যবাদ। 
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে