বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যাল বন্ধুরা কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে মেসেঞ্জার বাটন আপনার ব্লগস্পট সাইটে যোগ করবেন।শুধু ব্লগারেই নয় আপনি ইচ্ছে করলে যেকোন সাইটে সেট করতে পারবেন।যাই হোক বেশি কথা না বলে আসল টিউটোরিয়ালে যাই।
প্রথমত আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ থাকতে হবে।ফেসবুক পেজ না থাকলে কোন ভাবেই এটি করা সম্ভব নয়।যারা আগে থেকে পেজ তৈরি করে নিয়েছেন তাদের কোন চিন্তা নেই, কিন্তু যারা এখন করেন নি।তারা অবশ্যই করে নিবেন।
ফেসবুক পেজ তৈরি করতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।ইনশাআল্লাহ, অবশ্যই আমি ফেসবুক পেজ তৈরি করা সম্পর্কে একটি পোষ্ট দিব।      
যাদের পেজ তৈরি করেছেন তারা নিচে ক্লিক করুন।



↘↘তারপর আপনি যে পেজটি ব্লগে দেখাতে চান সেটিতে ক্লিক করুন। চিত্রের মত দেখতে পারবেন।।


↘↘এরপর আপনাকে message এ ক্লিক করতে হবে।মেসেজে ক্লিক করার পড় নিচের নিত্রের মত দেখতে পারবেন....।


↘↘এরপর Add messanger to your website লেখার পাশে Get Started লেখাতে ক্লিক করুন।এবার এরকম চিত্র দেখতে পারবেন........


↘↘এবার Next এ ক্লিক করুন।


থিক এরকম আসবে।এরকম আসলে আপনি ভিজিটরের সাথে কথা বলতে যে লেখাটি প্রদর্শিত হবে সেটা পরিবর্তন করতে পারবেন। না করলেও সমস্যা নাই। 
↘↘আবার আপনি Next এ ক্লিক করুন। এরকম দেখতে পারবেন।


এখান থেকে আপনি আপনার চ্যাট কালার চেঞ্জ করতে পারবেন। না করলেও কোনো সমস্যা হবে না। 
↘↘আবার Next এ ক্লিক করুন।এবার এরকম দেখতে পারবেন।

 
↘↘এবার দেখুন বা পাশে Add domain  লেখা আছে এবং উপরে একটি ফাকা স্থান আছে।  সেখানে আপনি আপনার ডোমেইন নাম টা দিন এবং Add Domain এ ক্লিক করুন।
↘↘তারপর দেখতে পারবেন ডান পাশে কিছু জাভা স্ক্রিপ্ট কোড তৈরি হয়েছে  সেগুলো সতর্কতার সাথে কপি করুন।


বন্ধুরা আজ আর নয়   দ্বিতীয় পর্বে দেখাব কিভাবে আপনারা ব্লগে সেট করবেন। সেই  পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আইটি রতন এর সাথেই থাকুন।  ধন্যবাদ।।


বিদ্রঃ পোষ্টে কোথাও ভূল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেননা মানুষ মাত্রই ভূল, তাই ভূল হওয়াই স্বাভাবিক।


যেকোনো সমস্যায় ফেসবুক এ সাপোর্ট পেতে নিচে ভিজিট করুন।।

ফেসবুকে আমি             
Biographies Website Click Here